১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


সাংবাদিক অঞ্জন রায়ের ডায়েরি বিষয়ে রফিকুল ইসলাম খানের বক্তব্য

-

গত ১৪ ডিসেম্বর দু’য়েকটি অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিক অঞ্জন রায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, জামায়াত নেতা ডা: শফিকুর রহমান ও মকবুল আহমাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন ও সেক্রেটারী জেনারেল সিরাজুল ইসলামকে হুমকির কারণ মনে করে গত ১৪ ডিসেম্বর রমনা থানায় ডায়েরী করার যে খবর প্রকাশিত হয়েছে সে সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ রোববার একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘সাংবাদিক অঞ্জন রায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, জামায়াত নেতা ডা: শফিকুর রহমান ও মকবুল আহমাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন ও সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলামকে হুমকির কারণ মনে করে গত ১৪ ডিসেম্বর রমনা থানায় ডায়েরী করার যে খবর দু’একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য কিনা তা আমরা জানি না। যদি এ রিপোর্ট সত্য হয়ে থাকে তাহলে সে সম্পর্কে আমাদের বক্তব্য হলো ওই ডায়েরি হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উপরোল্লিখিত নেতৃবৃন্দ এবং দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে রাজনৈতিকভাবে ঘায়েল করার হীন উদ্দেশ্যেই তিনি তাদের হুমকির কারণ মনে করে রমনা থানায় ডায়েরি করেছেন।

এ সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, সাংবাদিক অঞ্জন রায়কে হুমকি দেয়ার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কারোর কোনো সম্পর্ক নেই। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এ সংগঠন দু’টির পক্ষ থেকে কাউকে হুমকি দেয়ার কোনো নজির নেই। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কাউকে হুমকি-ধমকি দেয়ার অন্যায়, অনৈতিক ও অগণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না। কাজেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং দৈনিক সংগ্রামের সম্পাদককে অঞ্জন রায়ের হুমকির কারণ মনে করার কোনো যৌক্তিক কারণ নেই।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সম্পূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী সংগঠন। কাজেই কাউকে হুমকি দেয়ার মতো অনৈতিক ও অগণতান্ত্রিক কাজের সাথে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতৃবৃন্দ এবং দৈনিক সংগ্রামের সম্পাদক প্রবীণ সাংবাদিক, বুদ্ধিজীবী ও লেখক আবুল আসাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার প্রশ্নই আসে না।

আমরা আশা করি সাংবাদিক অঞ্জন রায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে অমূলক অভিযোগ দায়ের করা থেকে বিরত থাকবেন।’


আরো সংবাদ



premium cement
কুড়িলে রাস্তা আটকে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট অলরাউন্ডার তালিকায় যৌথভাবে শীর্ষে সাকিব ও হাসারাঙ্গা ‘ব্যাংক খাতে আড়তদার তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক’ রাজশাহীতে বাগান থেকে গুটি আম নামানো শুরু রাজশাহীতে সেলসম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগে ২ জনের মৃত্যুদণ্ড জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে : প্রধানমন্ত্রী কুষ্টিয়াতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ রফতানি নীতিমালার খসড়া নীতিগত অনুমোদন ঈদের সরকারি ছুটি শুরুর আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার সিদ্ধান্ত ইটালিতে ১০৯ মাফিয়া সদস্য গ্রেফতার

সকল