৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বিএনপির চিঠিতে খালেদা জিয়ার মুক্তির একটি শব্দও নেই : তথ্যমন্ত্রী

বিএনপির চিঠিতে খালেদা জিয়ার মুক্তির একটি শব্দও নেই : তথ্যমন্ত্রী - সংগৃহিত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি যে চিঠি দিয়েছে, তাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে একটি শব্দও নেই। এতেই বোঝা যায়, বিএনপি খালেদা জিয়ার মুক্তি চায় না।’

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘এই চিঠি বিএনপির রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া কিছুই নয়। বিএনপি এখনো ভারতবিরোধী রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি।‘

হাছান মাহমুদ বলেন, ‘গতকালের চিঠির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিএনপি। ভারত বিরোধিতার কারণেই বিএনপি এ চিঠি দিয়েছে। ফেনী নদীর পানি শুধু মানবিক কারণে খাওয়ার জন্য ভারতকে দেওয়া হচ্ছে।’

‘ভারতকে সমুদ্রবন্দর ব্যবহার করতে দিয়ে আমরাই বেশি লাভবান হব। সিঙ্গাপুর তাদের বন্দর প্রতিবেশীদের ব্যবহার করতে দিয়ে এতটা উন্নত হয়েছে। আমরাও উন্নতি করতে পারি। আমরা বন্দর ব্যবহার করতে দিয়ে রেভিনিউ আয় করতে পারব।’ ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী কোনো চুক্তি করেননি উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বিএনপি চুক্তি ও সমঝোতা স্মারকের পার্থক্য বোঝে না।’

এর আগে ভারতের সঙ্গে সম্প্রতি করা চুক্তির বিস্তারিত জনসমক্ষে প্রকাশের দাবিতে গতকাল রোববার প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেয় বিএনপি। গতকাল রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি পৌঁছে দেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবীর খোকন।

চিঠিতে উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী চুক্তির বিস্তারিত সংসদে উপস্থাপনের বিধান থাকলেও তা করা হয়নি, ফলে চুক্তি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে জনগণ। অবিলম্বে সংসদে চুক্তির বিস্তারিত পেশ করার দাবি জানানো হয়েছে চিঠিতে।


আরো সংবাদ



premium cement