১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


নিহত আবরার’র পরিবারকে নিয়ে কুষ্টিয়ার এসপির বক্তব্যের নিন্দা জামায়াতের

-

বুয়েটের নিহত ছাত্র ‘আবরার ফাহাদের পরিবার জামায়াত-শিবির’ মর্মে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ। 

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘কুষ্টিয়ার পুলিশ সুপারের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের নিন্দা জানানোর আমাদের কোন ভাষা নেই। যেখানে বাবা-মা প্রিয় সন্ত্রানকে হারিয়ে শোকে প্রায় পাগলপারা, যেখানে সারা দেশের মানুষ শোকাহত, সেখানে তিনি এ ধরনের হাস্যকর বক্তব্য দিয়ে মূলত ফাহাদের বাবা-মার বুকভরা আর্তনাদকেই উপহাস করেছেন এবং ফাহাদের বিদেহী আত্মার প্রতি অসম্মান প্রদর্শন করেছেন। এ যেন ‘মরার উপর খারার ঘা’। দেশবাসীর প্রশ্ন আবরার ফাহাদের পরিবারকে জামায়াত-শিবির সংশ্লিষ্ট পরিবার আখ্যা দিয়ে তিনি আসলে কী বোঝাতে চান? তিনি কী এ হত্যাকে বৈধ হিসেবে চালিয়ে দিতে চান? জামায়াত-শিবির হলেই কী কাউকে এভাবে হত্যা করা যায়? প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে তিনি কী এ ধরনের বক্তব্য প্রদান করতে পারেন?

হামিদুর রহমান আযাদ,  ‘জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির দেশের বৈধ দুটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সংগঠন। এ সংগঠন দুটি দেশের আইন-কানুন মেনেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। তাই সংবিধান অনুযায়ী এ দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক উপায়ে সংগঠন পরিচালনা করার অধিকার রয়েছে। সুতরাং জামায়াত-শিবির সংশ্লিষ্ট হলেই তাদের হত্যা করা যায় না। দেশবাসী কাউকেই সেই লাইসেন্স দেয়নি।’

গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে জামায়াতের এই সহকারি সেক্রেটারি জেনারেল বলেন, ‘গত ৯ অক্টোবর বিকেলে নিহত ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই ফায়াজ ও তার ভাবীকেও পুলিশ পিটিয়ে আহত করেছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। তিনি হলেন প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা। দেশবাসী মনে করে, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে তিনি কিছুতেই এ ধরনের বক্তব্য দিতে পারেন না। তিনি যদি এ ধরনের রাজনৈতিক বক্তব্য দিতেই চান, তাহলে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেই তার ঐ ধরনের বক্তব্য দেয়া উচিত।’


আরো সংবাদ



premium cement
গােলাপগঞ্জের পল্লীতে হামলা চালিয় যুবক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ৩৬ জনকে আসামি করে মামলা, আটক-৫ যে কারণে চীনা কূটনীতিকদের বহিষ্কারের আহ্বান জানালো ফিলিপাইন ঢাকায় দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৫০ জনের মৃত্যু নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে লরি, নিহত ২ পূর্ব জেরুসালেমে জাতিসঙ্ঘের কম্পাউন্ডে ‘অগ্নি হামলার’ পর বন্ধ ঘোষণা কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াড ঘোষণা চারদিক ঘন মেঘে আধার হয়ে ঝরল বৃষ্টি ঢাকামুখী চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম চীন অপপ্রচারের জন্য অ্যাপ ও গেম ব্যবহার করছে : অস্ট্রেলিয়ার সমীক্ষা মুন্সীগঞ্জ কারখানার ভেতরই নিরাপত্তাকর্মীর গলাকাটা লাশ উদ্ধার

সকল