২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

উপরতলার কিছু পরিবর্তন আনলেই সব পরিচ্ছন্ন হয়ে যাবে না : রাশেদ খান মেনন

-

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ছাত্র সংগঠনে উপরতলার কিছু পরিবর্তন আনলেই সব পরিচ্ছন্ন হয়ে যাবে না। এর জন্য প্রয়োজন রাজনৈতিক দল সমূহ থেকে ছাত্র সংগঠনসমূহকে বিযুক্ত করা। গণতান্ত্রিক অবস্থায় তাদের নেতৃত্বে নির্বাচন করা। ছাত্র সংগঠনকে কলুষমুক্ত করতে ছাত্রনেতাদের কর্তৃত্ববাদী আচরন বন্ধ করতে সংগঠনকে যুক্ত করতে হবে সাধারণ ছাত্রদের সাথে এবং ছাত্রদের স্বার্থরক্ষায় দলকে পরিচালনা করতে হবে।

শনিবার ছাত্র মৈত্রীর আয়োজিত শিক্ষা দিবসের চেতনা এবং শহীদ জুবায়ের চৌধুরী রীমু’র আত্মত্যাগ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এতে সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্র মৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতা শহীদ রীমুর মাতা জেলেনা চৌধুরী। আরো বক্তব্য রাখেন-যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সহ-সভাপতি শামিল শাহরোখ তমাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বিবর্তন, ঢাকা মহানগর সভাপতি ইয়াতুননেসা রুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার সাধারণ সম্পাদক আশরাফুল বিন শাফি রাব্বি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি কায়সার আলম, সহ-সাধারণ সম্পাদক তাপস দাস, অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক সেনা, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি অতুলন দাস আলো প্রমুখ।

মেনন আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে শিবিরের হাতে নিহত শহীদ রীমুর আত্মদান সার্থকতা পেয়েছে। সেই ধারাকে অনুসরণ করে ছাত্র আন্দোলনকে সকল প্রকার সাম্প্রদায়িকতা-মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। দৃঢ় অবস্থান নিতে হবে শিক্ষাঙ্গনে দুর্নীতি, অনাচার ও কলুষতার বিরুদ্ধে। বাষট্টির শিক্ষা আন্দোলন যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাকে বাস্তবায়িত করতে হবে।

 


আরো সংবাদ



premium cement
যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫ চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করল ইউক্রেন

সকল