১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

-

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

আজ শনিবার গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে শতাধিক আইনজীবী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেন।

বিএনপি অফিস থেকে বেলা সাড়ে ১১টায় আইনজীবীদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিআইপি রোড হয়ে নাইটিঙ্গেল মোড় দিয়ে কাকরাইল হয়ে আবার বিএনপি অফিসের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

মিছিলে আইনজীবীরা খালেদা জিয়ার মুক্তির দাবি ও তার জামিনে সরকারের প্রভাব ও প্রতিবন্ধকতার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী, সংগঠনের সুপ্রীম কোর্ট ইউনিটের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মেদ, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এ.বি.এম রফিকুল হক তালুকদার রাজা, কো-চেয়ারম্যান আবেদ রাজা, বিকল্প ধারার মহাসচিব শাহ্ আহম্মেদ বাদল, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা মো: আব্দুর রকিব, বিএনপির সাবেক এমপি মো: মর্তুজা চৌধুরী টুলু, ঢাকা বারের সাবেক সম্পাদক খোরশেদ মিয়া আলম, সাবেক জজ মো: শামসুল আলম, সুপ্রীম কোর্ট ইউনিটের সম্পাদক আইয়ুব আলী আশরাফী, কো-চেয়ারম্যান শহিদুল ইসলাম, সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব আনিছুর রহমান খান, মো: ফারুক হোসেন, ওয়াসিল উদ্দিন বাবু, কামাল হোসেন, মনির হোসেন, নাসির উদ্দিন খান সম্রাট প্রমুখ।

বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তৈমূর আলম খন্দকার বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তিতে সরকারি প্রভাব বন্ধ না হলে দেশব্যাপী আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচি দেয়া হবে। আইনজীবীরা মাঠে নামলে সরকারের পতন অবশ্যই হতে হবে।


আরো সংবাদ



premium cement
বরগুনায় চাঁদা না দিলে বিধবা নারীকে হত্যার হুমকি চীন-রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় : পুতিন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় হত্যাকাণ্ডের বিচারের দাবি উপজেলা চেয়ারম্যানের ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন চীন-রাশিয়া সম্পর্ক ‘শান্তির জন্যে সহায়ক’ : শি পাপুলের শ্যালিকা জেসমিন ও কর কর্মকর্তাসহ ৩ জনের নামে দুদকের মামলা ১০৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সিঙ্গাপুরকে ‘নিজেদের মতো করে’ চালাতে চান নতুন প্রধানমন্ত্রী লরেন্স

সকল