১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ছয় মাস পর কারামুক্ত বিএনপিনেতা শেখ রবিউল আলম

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি - ফাইল ছবি

দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে ছাড়া পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধানমন্ডি থানা সভাপতি শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি। গত ১৮ নভেম্বর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি থেকে তাকে গ্রেফতার করে। শেখ রবিউল আলম রবি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান-হাজারীবাগ-নিউমার্কেট) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ছিলেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য গত ১৭ নভেম্বর নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার একদিন পরই রবিকে আটক করে পুলিশ। তার নামে ১৬৫ টি মামলা রয়েছে। সবগুলো মামলায় জামিনের পর কাশিমপুর কারাগার থেকে সন্ধ্যায় মুক্তি পান তিনি। কারাগারের সামনে বিপুল সংখ্যক নেতা-কর্মী শেখ রবিউল আলম রবিকে স্বাগত জানান।

 


আরো সংবাদ



premium cement