১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের - সংগৃহীত

আওয়ামী লীগের নতুন মন্ত্রিসভায় প্রয়োজনে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দলীয় জোট কাউকে মন্ত্রী করার শর্তে গঠন করা হয়নি। মন্ত্রী হলে জোটে আছি, না হলে নাই—বিষয়টি এমন নয়। আর তা ছাড়া পাঁচ বছর অনেক বড় সময়। এর ভেতরে অনেক রদবদল হতে পারে। তখন জোট থেকে বা দলের ভেতর থেকে অনেকেরই ডাক পড়তে পারে।’

দলের জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতাদের মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দলের প্রভাবশালী ও জ্যেষ্ঠ নেতাদের এখন দল গোছানোর দায়িত্ব দেওয়া হবে। তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নাই। দায়িত্ব ট্রান্সফার হয়েছে মাত্র। দল যাতে সরকারে হারিয়ে না যায়, জ্যেষ্ঠ ও পোড়খাওয়া নেতারা সে দায়িত্ব পালন করবেন।’

মন্ত্রীত্ব থেকে বাদ যাওয়া নেতাদের সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভা থেকে বাদ গেলে মনে কষ্ট পাওয়া স্বাভাবিক। আমাকে বাদ দিলে আমিও কষ্ট পেতাম। তবে প্রধানমন্ত্রী যেটা করেছেন সেটা সরকার, দেশ, জাতি ও দলের ভালোর জন্যই করেছেন। মন্ত্রী না হওয়ায় তাদের মধ্যে কষ্ট আছে বলে মনে হয় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। প্রয়োজনে এ মন্ত্রিসভা সম্প্রসারণ ও পরিবর্তন হতে পারে। ’

সেতুমন্ত্রী বলেন, ট্রেডিশনাল টেকনোলজির সমন্বয়ে একটা ফাইন্ড ব্যালেঞ্চ করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে যাতে লক্ষ্য ও বাস্তবায়ন আরও সহজতর হয়। এখানে ভবিষ্যতে আরও সম্প্রসারণ হতে পারে। এটা সময়ে সময়ে চাহিদা অনুযায়ী পরিবর্তনও হতে পারে। এটা নিয়ে আমাদের দলের মধ্যে কোনো ভাঙন নেই।


আরো সংবাদ



premium cement
ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, স্বীকার প্রতিরক্ষামন্ত্রীর ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার : প্রধান বিচারপতি তৃতীয় শ্রেণির ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগ এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও) গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র! জামালপুরে ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিং শঙ্কার মুখে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ গফরগাঁওয়ে বজ্রপাতে নারীর মৃত্যৃ

সকল