২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
মহিলা ভাইস চেয়ারম্যানকে প্রাণ নাশের হুমকির অভিযোগ

নেত্রকোণায় ধানের শীষের পোস্টারে আগুন, বিএনপি নেতাকর্মীদের মারধর

নেত্রকোণায় ধানের শীষের পোস্টারে আগুন, বিএনপি নেতাকর্মীদের মারধর - সংগৃহীত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ধানের শীষের পোষ্টারে আগুন, মহিলা ভাইচ চেয়ারম্যানকে প্রাণ নাশের হুমকি, বিএনপি নেতাকর্মীদের মারধর, গাড়ী ভাংচুর, পথ সভায় আওয়ামী লীগ-ছাত্রলীগের বাধা নির্বাচনী সভা প- ও মাইক ভাংচুর করা অভিযোগ পাওয়া গেছে।

মহিলা ভাইচ চেয়ারম্যানকে প্রাণ নাশের হুমকি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান কলি আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেন যে, তিনি অফিস থেকে পূর্ব বাজার যাওয়ার সময় কলমাকান্দা পাইলট বিদ্যালয় মোড়ে যুবলীগ নেতা হোসেন মেম্বার তাকে মেরে নদীতে ফেলে দেওয়া এবং ময়মনহিংহে পাঠিয়ে দেয়ার হুমকি দেয়। এতে করে তার জিবন হুমকির মুখে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে আবেদন করেন।

নেত্রকোণা-১ আসনে ধানের শীষের পোষ্টারে আগুন, নেতাকর্মীদের মারধর, গাড়ী ভাংচুরের অভিযোগ: নেত্রকোণা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল গত ১৩ ডিসেম্বর নেত্রকোণার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে জানিয়েছেন, উপজেলা সদরে বিএনপি সমর্থক ও নেতাকর্মীদের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মারপিট করছে। বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারপিট করে নির্বাচনী এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয়া হয়েছে।

অপর দিকে গত বৃহস্পতিবার নেত্রকোণা-১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন, উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি বাজারে বুধবার রাতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের মারধর করে কয়েক বান্ডেল পোষ্টার ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে। এছাড়া স্থানীয় যুবদল নেতা জয়নাল আবেদীনের দোকান ভাংচুর ও তার বাড়ি ঘরে হামলা করা হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কর্মকা- যাতে চালিয়ে যেতে পারেন সে জন্য জরুরী ব্যবস্থা নেয়ার আবেদন করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।

এছাড়া কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেছেন, উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী বাজারে গত ১৩ ডিসেম্বর বিকেল ৩টার সময় ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে মিটিং শুরু করলে যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা হোন্ড মিছিল করে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে নির্বাচনী পথ সভা পন্ড করে দেয়।
এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, যেসব অভিযোগের কথা বলা হয়েছে তা আমি পেয়েছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছি। তিনি তা তদন্ত করে ব্যবস্থা নেবেন। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।


আরো সংবাদ



premium cement
কলকাতার রাস্তায় চাকরি হারানো শিক্ষকরা শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম

সকল