২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জন্ম নিলো বিশ্বের একমাত্র ডোরাকাটা দাগবিহীন জিরাফ

জন্ম নিলো বিশ্বের একমাত্র ডোরাকাটা দাগবিহীন জিরাফ - ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির ব্রাইটস চিড়িয়াখানায় সম্প্রতি জন্ম নিয়েছে ডোরাকাটা দাগবিহীন, একরঙা একটি জিরাফ।

এই মেয়ে জিরাফটিকে বিশ্বের একমাত্র ডোরাকাটা দাগবিহীন জিরাফ মনে করা হচ্ছে। এটির গায়ের রঙ শুধুমাত্র বাদামি। নব্রাইটস চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, জিরাফটি ছয় ফুট লম্বা। সেটির মা এবং চিড়িয়াখানার কর্মীরা তার যত্ন নিচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, এমন বিরল বৈশিষ্ট্যের জিরাফ বিশ্বে আর দ্বিতীয়টি নেই।

ডোরাকাটা দাগ জিরাফের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। জঙ্গলের মধ্যে ক্যামোফ্লেজের ক্ষেত্রে এটি তাদের সাহায্য করে। ডোরাকাটা দাগের নিচের ত্বকে রক্তনালীর একটি ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে জিরাফ প্রতিটি প্যাচের ঠিক কেন্দ্রস্থল দিয়ে তাপ নির্গত করতে পারে এবং এর মাধ্যমে জিরাফের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ডোরাকাটা দাগ না থাকলে জিরাফ কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সেই বিষয়গুলো তাদের পর্যবেক্ষণে উঠে আসবে। বিরল প্রজাতির জিরাফটির নামকরণ করার জন্য এক প্রতিযোগিতার আয়োজন করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement