০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

‘সাগরের রানি’ হারিয়ে গেল সাগরেই!

‘সাগরের রানি’ হারিয়ে গেল সাগরেই! - ছবি : সংগৃহীত

সে ছিল ‘মহাসাগরের রানি’। অনেক চেষ্টার পর তাকে ধরা হয়েছিল। তার সাহায্যে সাগরের তলদেশে নানা রহস্যের কিনারার জন্য মরিয়া হয়েছিলেন গবেষকরা। কিন্তু সব পরিকল্পনা ভণ্ডুল করে দিয়ে মহাসাগরের সেই ‘রানি’র সন্ধান পাওয়া যাচ্ছে না। যার জেরে স্বভাবতই হতাশ গবেষকরা।

ভাবছেন তো, ‘মহাসাগরের রানি’ আবার কে! এই ‘রানি’ হলো একটি হাঙর। তাকে ওই নামেই ডাকা হতো।

২০২০ সালের অক্টোবর মাসে উত্তর অতলান্তিক থেকে ধরা হয়েছিল ওই হাঙরটি। তার পরই হাঙরটির গায়ে ‘ট্র্যাকিং ট্যাগ’ লাগানো হয়েছিল। যার সাহায্যে হাঙরটির গতিবিধি জানা যেত। গবেষকরা ঠিক করেছিলেন, আগামী পাঁচ বছর ধরে হাঙরটিকে নিয়ে তারা গবেষণা চালাবেন। কিন্তু তার আগেই লাপাত্তা সেই হাঙর।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই হাঙরটির আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এক গবেষক জানিয়েছেন, সমুদ্রে কিছু একটা ঘটেছে হাঙরটির। তার গায়ে যে ‘ট্র্যাকিং ট্যাগ’ লাগানো হয়েছিল, সেটি নষ্ট হয়ে গেছে। আর কাজ করছে না। তাই হাঙরটির গতিবিধি আর জানতে পারা যাচ্ছে না। গবেষকরা আরো জানিয়েছেন, নিরুদ্দেশ হওয়ার কিছু সময় পর অস্পষ্ট সঙ্কেত পাওয়া গিয়েছিল ওই ট্র্যাকিং ট্যাগের মাধ্যমে। তবে বিস্তারিত জানা যায়নি।

হাঙরটিকে নিয়ে গবেষণার জন্য তার দাঁত থেকে ব্যাকটেরিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। এছাড়াও, রক্ত, চামড়ার নমুনাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। শেষবার ২০২১ সালের জুন মাসে হাঙরটির গতিবিধি জানা গিয়েছিল। কিন্তু তার পর থেকে আর খোঁজ না পাওয়া যাওয়ায় হতাশ ওই গবেষকদের দল। কোথায় গেল ওই হাঙরটি, এ নিয়ে যেন চিন্তায় ঘুম উড়েছে গবেষকদের।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
১০ জন নিয়ে খেলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি রাজস্থানেও ‘শূন্য’ বামেরা উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় পরিবেশের বিষয় মাথায় রাখতে হবে : প্রধানমন্ত্রী ভারতে ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে ২ জন নিহত, ১৪৪ ধারা জারি বুধ-বৃহস্পতি অবরোধ, রোববার মানববন্ধনের ডাক বিএনপির নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আ’লীগ উদ্বিগ্ন নয় : কাদের ইসরাইলে এফ-৩৫ যন্ত্রাংশ রফতানির জন্য মামলার মুখোমুখি ডাচ সরকার সিরাজগঞ্জে শ্বশুরের মনোনয়নপত্র বৈধ, জামাতার বাতিল জাতীয় স্মৃতিসৌধে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশ নিষেধ হলফনামায় বাৎসরিক আয় কতো টাকা উল্লেখ করেছেন সাকিব উজিরপুরে বাসচাপায় সাবেক সেনাসদস্য নিহত

সকল