১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
`

ছাগলের মৃত্যু, ছানাদের দুধ খাওয়াচ্ছে কুকুর

ছাগলের মৃত্যু, ছানাদের দুধ খাওয়াচ্ছে কুকুর - ছবি : সংগৃহীত

কুকুরের দুধ পান করে বেঁচে আছে ছাগলছানারা। এমন আশ্চর্য ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম বর্ধমানের অণ্ডাল থানার জামবাদ কোলিয়াড়ি গ্রামে।

বাড়ির মালিক প্রভাত বাউড়ি জানান, তাদের কুকুরের নাম জুলি। একটি ছাগলও ছিল বাড়িতে। দু’জনেরই খুব বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ছিল। মাস কয়েক আগে চারটি সন্তান প্রসব করে জুলি। কিছু দিন পর তার বন্ধু ছাগল দু’টি বাচ্চা প্রসব করে। কিন্তু অসুখের কারণে কুকুরের একটি বাচ্চাকেও বাঁচানো যায়নি। এর কয়েক দিন আগে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মারা যায় মা ছাগল।

এরপর থেকে বাচ্চা দু’টির দায়িত্ব নিজের কাঁন্দে তুলে নিয়েছে জুলি। তাদের দুধ খাওয়ানো থেকে চোখে চোখে রাখা, সবটাই কিছুই করছে কুকুরটি। যেন এক দিকে বন্ধুবিয়োগের পর তার সদ্যোজাতদের প্রতি কর্তব্যবোধ, অন্য দিকে, নিজের মাতৃত্বের সাধ সে এ ভাবেই নিচ্ছে। এখন কুকুরটির সাথেই থাকে দুই ছাগলছানা।
সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement