০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


রংপুরের শেখ রাসেল পল্লী উন্নয়ন অ্যাকাডেমি বিল পাস

রংপুরের শেখ রাসেল পল্লী উন্নয়ন অ্যাকাডেমি বিল পাস। - ছবি : সংগৃহীত

শেখ রাসেল পল্লী উন্নয়ন অ্যাকাডেমি, রংপুর নামে একটি পল্লী উন্নয়ন অ্যাকাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদে বিল পাস হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বিলটি উত্থাপন করেন এবং এটি কণ্ঠভোটে পাস হয়।

এখন দেশে দুটি অ্যাকাডেমি রয়েছে, একটি কুমিল্লায় বাংলাদেশ অ্যাকাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) এবং আরেকটি বগুড়ায় পল্লী উন্নয়ন অ্যাকাডেমি।

খসড়া আইন অনুযায়ী, অ্যাকাডেমি পরিচালনার জন্য ২১ সদস্যের একটি বোর্ড থাকবে।

মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপমন্ত্রী পদাধিকার বলে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং যুগ্ম সচিব বা উচ্চ শ্রেণির কর্মকর্তা অ্যাকাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

পল্লী উন্নয়ন অ্যাকাডেমি গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এবং পল্লী উন্নয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement