২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হেফাজতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি শেখ সেলিমের

শেখ ফজলুল করিম সেলিম -

হেফাজতে ইসলামকে স্বাধীনতা ও দেশবিরোধী উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শনিবার জাতীয় সংসদে তিনি বলেন, ‘তারা (হেফাজতে ইসলাম) ইসলামবিরোধী, জঙ্গিবাদী, মুক্তিযুদ্ধবিরোধী, তারা রাষ্ট্র ও দেশের শত্রু, তাদের ছাড় দেয়া উচিত নয়, তাদের ওপর কঠোর হওয়া উচিত, প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে তাদের বিচার করা উচিত।’

জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

শেখ সেলিম ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলা তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানান।

তিনি বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীর সাথে আছেন। তাকে হেফাজতের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার জন্য অনুরোধ করেন সেলিম।

‘এই অপশক্তিকে ছাড় দেয়া উচিত নয়,’ বলেন তিনি।

শেখ সেলিম বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ১০ দিনের কর্মসূচির সময় চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে।

বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও হেফাজত কর্মীদের সাথে তাণ্ডবে অংশ নিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।।

এসব ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারকে অবশ্যই তাদের ওপর কঠোর হতে হবে কারণ কোনো স্বাধীন দেশে এগুলো চলতে পারে না।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল