কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রমিজ খানের ইন্তেকাল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ এপ্রিল ২০২৪, ১১:৪৩
কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
সোমবার (১৫ এপ্রিল) বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন, তিনি একজন ভালো সাংবাদিক এবং সংগঠক ছিলেন। সাংবাদিকদের রুটি রুজির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারাল।
এর আগে, সোমবার বিকেল ৫টা ২৭ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন রমিজ খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যর বিষয়টি নিশ্চিত করেন তার সহধর্মিণী সাবিহা শিরিন। তিনি দীর্ঘ দিন নানা রোগে ভুগছিলেন।
পরিবারের সদস্যরা জানায়, মরহুমের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর উত্তর চর্থামীর জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা