২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ডিইউজের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের উপর হামলা

মো: শহিদুল ইসলাম - ফাইল ছবি

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলামের উপর হামলা হয়েছে। ডিইউজের নির্বাহী সদস্য জেসমিন জুঁই, মো: আব্দুল হালিমসহ নির্বাহী কমিটির কয়েকজন সদস্য এবং কমিটির বাইরের কয়েকজনসহ অজ্ঞাতনামা কিছু লোক এ কাণ্ড ঘটায় বলে অভিযোগে জানা গেছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজে কার্যালয়ে নির্বাহী কমিটির সভার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সভায় এজেন্ডাভুক্ত নির্বাচনের তফসিল ঘোষণা বাধাগ্রস্ত করতে প্রথমে হট্টগোল শুরু হয়। এ সময় ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী সবাইকে শান্ত থাকতে রুলিং জারি করে সাধারণ সম্পাদককে তফসিল উপস্থাপনের নির্দেশ দেন। সভায় নির্বাহী সদস্যরা তফসিল অনুমোদন করলে কয়েকজন সভায় বিশৃঙ্খলা তৈরি করে। এক পর্যায়ে সাধারণ সম্পাদকের উপর হামলা করে।

এ সময় সাধারণ সম্পাদকের কাছ থেকে রেজুলেশন খাতাসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মো: শহিদুল ইসলাম জানান, সভার শুরু থেকেই নির্বাহী কমিটির সহ-সভাপতি বাছির জামাল ও রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মো: শাহজাহান সাজু, নির্বাহী কমিটির সদস্য জেসমিন জুঁই ও মো: আব্দুল হালিমসহ কয়েকজন গণ্ডগোল করার চেষ্টা করেন। এক পর্যায়ে নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে তাদের আসন থেকে উঠে এসে তারা আমার উপর হামলা করে এবং এ সময় সাজাহান সাজু, জেসমিন জুঁই ও আব্দুল হালিমসহ অন্যরা আমার সাথে থাকা ইউনিয়নের প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আমি তখন আমার আসনেই অবস্থান করছিলাম। পরে নির্বাহী কমিটির কয়েকজন সদস্যের হস্তক্ষেপে আমি তাদের হামলা থেকে রেহাই পাই।’

শহিদুল ইসলাম বলেন, ‘আমার দীর্ঘ জীবনে কেউ গায়ে হাত তুলতে পারেনি। আজ তারা আমার গায়ে হাত তুললো, যার কারণে আমি মর্মাহত। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

তিনি আরো বলেন, ‘আমি জানতে পেরেছি যে, তারা আমার উপর হামলা করে উল্টো আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা ও সাজানো অভিযোগ প্রচার করছে।’


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী

সকল