০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

চীনে ভূমিধসে নিহত অন্তত ১৪

-

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকায় ভূমিধসে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। ভূমিধসের এই ঘটনায় নিখোঁজ আছেন আরো কমপক্ষে পাঁচজন। রোববার সিসিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে।
সিসিটিভি বলছে, রোববার সকালের দিকে সিচুয়ানের দক্ষিণের লেশান শহরের কাছের পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৬টার দিকের এই ভূমিধসে ১৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত এই সংবাদমাধ্যম বলেছে, ভূমিধসের স্থানে ১৮০ জনের বেশি উদ্ধারকারী কর্মী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল লেশান শহরে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। ভূমিধসের দু’দিন আগে থেকেই ভারী বৃষ্টিপাতের তথ্য পাওয়া গেছে।


আরো সংবাদ



premium cement