২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

তুরস্কে ৫ বিলিয়ন ডলার জমা রাখবে সৌদি আরব

-

আগামী কয়েক দিনের মধ্যে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫ বিলিয়ন ডলার জমা করবে সৌদি আরব। গত বুধবার সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এ তথ্য জানান। সৌদি অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, এটি শিগগিরই ঘটবে। সৌদি আরব ও তুরস্কের মধ্যে এ সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত আলোচনা ও আমানত জমা আগামী কয়েক দিনের মধ্যে সঞ্চালিত হবে।
তিনি বলেন, ‘তুরস্কের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। আমরা তুরস্ক ও অন্যান্য দেশে বিনিয়োগ করতে আগ্রহী। সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, দুই দেশ আমানত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কাছাকাছি আছে। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর সৌদি-তুর্কি সম্পর্ক টানাপড়েন পড়েছিল। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে আলোচনা শুরু হয়েছে।


আরো সংবাদ



premium cement