২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারে রাজনৈতিক দলের ওপর জান্তার বিধিনিষেধ

-

মিয়ানমারে আগামী বছরের সম্ভাব্য নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক সংগঠন ও বিদেশীদের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা। জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন শুক্রবার জানায়, দেশটির ৯২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বিদেশী সংগঠন ও ব্যক্তিদের সাথে বৈঠকের আগে অনুমতি নিতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে ব্যর্থ হলে দলের নিবন্ধন বাতিল করা হবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির সরকারকে উৎখাতের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি অস্থিতিশীল হয়ে আছে এবং সেখানকার অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে বড় ধরনের প্রতারণার অভিযোগ তুলে সু চিকে ক্ষমতাচ্যুত করা হয়। ওই নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিপুল ভোটে জয় লাভ করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে অভিহিত করেন। তবে জান্তার অভিযোগ, বিদেশী দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ করেছে।


আরো সংবাদ



premium cement