২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতির নিন্দা উত্তর কোরিয়ার

-

যুক্তরাষ্ট্রের ‘দ্বি-মুখী’ দৃষ্টিভঙ্গি প্রকাশের কঠোর নিন্দা এবং পরমাণুসংক্রান্ত আলোচনা স্থবির হয়ে পড়ার জন্য ওয়াশিংটনের দ্বৈত মনোভাবকে দায়ী করেছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের দুই প্রতিবেশী দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কয়েক দিন পর শুক্রবার পিয়ংইয়ং এমন মন্তব্য করে।
পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি পরিবেশিত এক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা উল্লেখ করে সিউলের কর্মকাণ্ডের ব্যাপারে নীরব থেকে ‘দ্বিমুখী মনোভাবের’ পরিচয় দেয়ায় ওয়াশিংটনের মন্তব্যের কঠোর সমালোচনা করা হয়। কেসিএনএ’র মন্তব্য প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন ‘দ্বি-মুখী’ কর্মকাণ্ডের কারণেই কোরীয় উপদ্বীপসংক্রান্ত সঙ্কট সমাধানের পথ বারবার বাধাগ্রস্ত হচ্ছে এবং উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার মিত্র দেশ যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এটি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন এবং তারা পিয়ংইয়ংয়ের এমন কর্মকাণ্ডকে প্রতিবেশী দেশগুলোর প্রতি ‘হুমকি’ হিসেবে দেখছে।

 


আরো সংবাদ



premium cement