২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কাশ্মিরে সেনা মোতায়েন বাড়িয়েছে ভারত

জম্মু শহরে জনগণের চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত ভারতীয় সেনাসদস্য: এএফপি -

কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরে নিরাপত্তাব্যবস্থা আরো কঠোর করেছে ভারত সরকার। গত বৃহস্পতিবার অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানির দাফন সম্পন্ন হয়েছে।
এর একদিন পরই গতকাল শুক্রবার জুমার নামাজ উপলক্ষে বিভিন্ন স্থানে সেনা মোতায়েন বাড়িয়েছে কর্তৃপক্ষ। ৯১ বছর বয়সী ওই নেতাকে শ্রীনগরে তার বাড়ির পাশেই দাফন করা হয়েছে। জুমার নামাজ পড়তে মসজিদে জড়ো হওয়া মুসল্লিরা যেন বড় ধরনের প্রতিবাদ ও সমাবেশ না করতে পারে, সেটি ঠেকাতেই সৈন্যরা রাস্তায় টহল দিয়েছে। সরকারি এক কর্মকর্তা বলেন, শ্রীনগরসহ কাশ্মিরের অন্যান্য স্থানে মানুষের চলাচলের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আরো সেনা মোতায়েন এবং রাস্তা ব্যারিকেড করা হয়েছে। উপত্যকায় দ্বিতীয় দিনের মতো সব ধরনের যোগাযোগব্যবস্থা ব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement