২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফিলিস্তিনিদের পক্ষ নেয়ায় নিজ এমপিকে পেটাল ইসরাইলি পুলিশ

-

ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় নিজেদের এমপিকেও ছাড়ল না ইসরাইলি পুলিশ। পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ায় ওই এমপিকে বেদম পিটুনি দিয়েছে ইসরাইলি পুলিশ। ভুক্তভোগীর নাম ওফার কাসিফ। তিনি ইসরাইলি সংসদ নেসেটে আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর একমাত্র ইহুদি সদস্য।
ভিডিওতে দেখা যায়, কাসিফকে পুলিশ ঘুষি মারছে, ঘাড় চেপে ধরছে, মাটিতে টেনে-হেঁচড়ে নিয়ে যাচ্ছে। একপর্যায়ে পুলিশের এক কমকর্তা এ সংসদ সদস্যের বুকে হাঁটুচেপেও বসেন। পিটুনিতে এমপি কাসিফের চোখ ফুলে ওঠে, শার্ট ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। জয়েন্ট লিস্টের আরেক এমপি আহমদ তিবি এ ঘটনাকে ‘নির্দয় হামলা’ উল্লেখ করে সংসদীয় সুরক্ষার লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
তবে ইসরাইলি পুলিশ দাবি করেছে, এমপি কাসিফই তাদের ওপর আক্রমণ করেছিলেন। এ কারণে পুলিশ ‘সহনীয় শক্তি’ প্রয়োগ করেছে এবং পরিচয় জানার পরপরই তাকে ছেড়ে দিয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেরুসালেম পুলিশের প্রধান ডোরন তুর্গম্যান।


আরো সংবাদ



premium cement