২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ওয়াশিংটনের সাথে খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত : রাশিয়া

যুক্তরাষ্ট্র থেকে কূটনীতিকদের বহিষ্কারের খবরে প্রতিক্রিয়া
-

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়াশিংটনের সাথে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছে মস্কো । যুক্তরাষ্ট্র থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হতে
পারে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার ব্যাপারে মার্কিন নীতি এতটা অনিশ্চিত ও আক্রমণাত্মক যে, তার জন্য যেকোনো শব্দভাণ্ডার ব্যবহার করা যায়। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও
বৈজ্ঞানিক খাতে রাশিয়ার সাথে সহযোগিতাকে কৃত্রিমভাবে স্থবির করে রেখেছে উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র বলেন, মার্কিন কর্মকর্তাদের সব রকম আক্রমণাত্মক আচরণ সত্ত্বেও ওয়াশিংটনের সাথে
এতটা খারাপ সম্পর্কের জন্য কখনোই প্রস্তুত ছিল না মস্কো।
যুক্তরাষ্ট্র থেকে রুশ কূটনীতিকদের সম্ভাব্য বহিষ্কারের খবর প্রকাশিত হওয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার দেশের ব্যাপারে মার্কিন সরকারের নীতিকে ‘কাণ্ডজ্ঞানহীন’ আখ্যায়িত
করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো অবন্ধুসুলভ আচরণের জবাব দেবে রাশিয়া। তিনি আরো বলেন, আমেরিকা ও তার মিত্ররা ‘অনিশ্চিত অংশীদার’ এবং তাদের প্রতি মোটেও আস্থা রাখা যায়
না।
উল্লেখ্য, মার্কিন সরকার রাশিয়ার কয়েকজন কূটনীতিককে বহিষ্কার ও মস্কোর ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে। মার্কিন নিউজ চ্যানেল
ব্লুমবার্গ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ ও ‘সোলার উইন্ডস’ ওয়েবসাইট হ্যাক করার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে ওয়াশিংটনের তদন্ত
শেষ হয়েছে।
তদন্তে ওয়াশিংটনের কাছে এটা স্পষ্ট হয়েছে যে, দু’টি ঘটনায়ই রাশিয়া জড়িত ছিল। এ কারণে মার্কিন সরকার হয়তো শিগগিরই পাল্টা ব্যবস্থা নেবে এবং তা অচিরেই ঘোষণা করবে। তদন্তের
সাথে সংশ্লিষ্ট তিনজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ এ কথা জানিয়েছে। যেসব মার্কিন গোয়েন্দা কর্মকর্তা কূটনীতিকের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে রুশ মিশনগুলোতে কর্মরত রয়েছেন
তাদেরকে বহিষ্কার করা হতে পারে।


আরো সংবাদ



premium cement