২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মঙ্গলের নতুন ছবি পাঠিয়েছে পার্সিভারেন্স

-

মঙ্গলের নতুন ও অদেখা ছবি পাঠিয়েছে নাসার পার্সিভারেন্স। গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলে অবতরণের পর রোভারটি নিজের অবতরণ ক্ষেত্র জেজেরো ক্রেটারের বেশ কিছু ছবি পাঠিয়েছে। এই গর্তটি ৪৯ কিলোমিটার চওড়া। যার অবস্থান মঙ্গল বিষুবরোখার বেশ কাছে। বর্তমানে পার্সি মঙ্গলে অতীতে থাকা প্রাণের চিহ্ন খুঁজছে। এ ছাড়াও সন্ধান করছে লাল গ্রহটির ভৌগোলিক অবস্থা ও অতীতের আবহাওয়ার। সংগ্রহ করতে শুরু করেছে মঙ্গলের মাটি।
তবে মঙ্গলের নমুনা নিয়ে আর কখনো পৃথিবীতে ফিরে আসা হবে না পার্সির। সে পুরো সময় মঙ্গলেই কাটিয়ে দেবে। ২০২৬ সালে আরেকটি রোভার গ্রহটিতে যাবে। সেটিই এই নমুনাগুলো ফিরিয়ে আনবে।


আরো সংবাদ



premium cement