২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
রুশ বাহিনীর সাথে সংঘর্ষ

সিরিয়ায় নতুন করে যুদ্ধযান ও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

-

সিরিয়ায় রুশ বাহিনীর সাথে একাধিকবার যুদ্ধে জড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র দেশটিতে বাড়তি সেনা মোতায়েন করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসি জানায়, সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র বাড়তি ছয়টি অস্ত্র-সজ্জিত ট্যাংক এবং শতাধিক সেনা পাঠিয়েছে। গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন এবং রুশ বাহিনী নিয়মিত টহল দেয়। এ বছর দুই বাহিনী বেশ কয়েকবার মুখোমুখি হওয়ায় ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।
শুক্রবার ‘ইউএস সেন্ট্রাল কমান্ড’-এর এক মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র সিরিয়ায় অন্য কোনো দেশের সাথে সঙ্ঘাতে জড়াতে চায় না। তবে প্রয়োজনে অবশ্যই যৌথ বাহিনীকে সুরক্ষা দেবে।’ এ মার্কিন কর্মকর্তা সরাসরি রাশিয়ার নাম উল্লেখ না করলেও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা বলেন, ‘উত্তর-পূর্ব সিরিয়ায় সেনা মোতায়েন বৃদ্ধির মাধ্যমে আমরা রাশিয়াকে স্পষ্ট করে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সঙ্ঘাত কমিয়ে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা মেনে চলার কথা বলছি। সেখানে রাশিয়া এবং অন্য দলগুলোর সব ধরনের অপেশাদার, অনিরাপদ এবং উসকানিমূলক কাজ থেকে বিরত থাকা উচিত।’

 


আরো সংবাদ



premium cement