২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জি-৭ সম্মেলন পেছালেন ট্রাম্প বাড়াবেন সদস্য সংখ্যা

-

বিশ্বের উন্নত প্রথম সারির সাত দেশের অর্থনৈতিক জোটের (জি-৭) বার্ষিক সম্মেলন আপাতত স্থগিত করে দিয়েছেন এবারের স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জুনেই জি-৭ সম্মেলন হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে আগামী সেপ্টেম্বরে আয়োজনের কথা জানিয়েছেন তিনি। তা ছাড়া জোট থেকে বহিষ্কার হওয়া দেশ রাশিয়াসহ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতকে এবারের সম্মেলনে আমন্ত্রণের কথা জানিয়েছেন ট্রাম্প।
শনিবার ফ্লোরিডার কেপ কার্নিভালে স্পেসএক্স-নাসার রকেট উড্ডয়ন দেখে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘জি-সেভেন সামিট স্থগিত করছি। কারণ আমার মনে হচ্ছে, বিশ্বের বর্তমান পরিস্থিতি সঠিকভাবে উপস্থাপন করতে পারবে না জি-৭। অংশগ্রহণকারী দেশের সংখ্যা বৃদ্ধির বিষয়ে তার মত, জি-৭এর বর্তমান ফরম্যাট পুরনো হয়ে গেছে। যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের অংশগ্রহণে ১৯৭৫ সাল থেকেই নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে জি-৭ সম্মেলন। পরে এর সাথে যোগ হয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ট্রাম্প জানান, সেপ্টেম্বরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের বৈঠকের আগে বা পরে জি-সেভেন সম্মেলন হতে পারে।
জি-৭ সম্মেলনে প্রথম বিশ্বের দেশগুলো আন্তর্জাতিক অর্থনৈতিক সমন্বয় নিয়ে আলোচনা করে। সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন উপস্থিত থাকে এ বার্ষিক সম্মেলনে। তবে এবার ভারতসহ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানাতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আগামী সেপ্টেম্বরের জি-সেভেন সামিটে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ভারতকে যোগ দেয়ার আমন্ত্রণ জানাবেন তিনি।
অবশ্য, জি-৭ সম্মেলনে অতিথি দেশের অংশগ্রহণ এটাই প্রথম নয়। গত বছর ফ্রান্সে অনুষ্ঠিত সম্মেলনেও অস্ট্রেলিয়া, চিলি, মিসর, ভারত, ইরান, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও স্পেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
এ দিকে, জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলন পিছিয়ে দেয়ার ঘোষণায় আশ্চর্য হয়েছেন অনেকেই। কারণ মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখাতে এ সম্মেলন আয়োজন নিয়ে বেশ আগ্রহী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান মহামারীর মধ্যে সম্মেলনে যোগ দিতে অনীহা প্রকাশ করায় বিপাকে পড়েন তিনি।
গত সপ্তাহে হোয়াইট হাউজের ভেতরে যথাসময়ে সম্মেলন অনুষ্ঠানের কথা বলেছিলেন ট্রাম্প। সেটি জানিয়ে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলকে আমন্ত্রণও জানিয়েছিলেন তিনি। তবে করোনা পরিস্থিতিতে সশরীরে উপস্থিত হতে রাজি নন জানিয়ে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন অ্যাঞ্জেলা মারকেল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের জনসমাবেশ ঝুঁকিপূর্ণ। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, মহামারী পরিস্থিতির উন্নতি হলে তবেই তিনি ক্যাম্প ডেভিডে যেতে রাজি।
শেষমেশ সম্মেলন স্থগিতের কথা জানালেন ট্রাম্প। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই ওই সম্মেলন দিয়ে ট্রাম্পের অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
২০১৮ সালের শীর্ষ সম্মেলনের নেতা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও বলেছেন, ব্যক্তিগতভাবে সমবেত হওয়ার আগে নিরাপত্তাকে প্রাধান্য দিতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল কর্মকর্তা বলেছেন, স্বাস্থ্যগত ব্যবস্থা ঠিক থাকলে তিনি ক্যাম্পডেভিডে যেতে ইচ্ছুক।


আরো সংবাদ



premium cement
দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত

সকল