২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

করোনা নিয়ে উত্তেজনা প্রশমনে ট্রাম্প-শি ফোনালাপ

-

মহামারী নভেল করোনাভাইরাস নিয়ে বিশ্বের দুই ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। সে উত্তেজনাকে প্রশমন করতে এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে। গতকাল শুক্রবার তাদের মধ্যে এই ফোনালাপ হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, মহামারী ভাইরাসটি নিয়ে জি২০ এর ভার্চুয়াল সম্মেলনের পর শি ও ট্রাম্পের এই ফোনালাপ হয়।
ফোনালাপের পর এক টুইট পোস্টে ট্রাম্প জানান, মাত্র শির সাথে একটি ফোনালাপ হয়েছে; যা খুব ভালো হয়েছে। পৃথিবীতে ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাস নিয়ে তার সাথে বিশদ আলোচনা হয়েছে। চীন বোঝায় চীন অনেক অগ্রগতি করেছে। আমরা ভাইরাসটি নিয়ে নিবিড়ভাবে কাজ করছি। এর আগে জি২০ সম্মেলনের ভিডিও কনফারেন্সে শি ভাইরাসটি নিয়ে বিশ্বের নীতিনির্ধারকদের উদ্দেশে তিনটি বার্তা প্রেরণ করেন। ওই তিনটি বার্তা হলোÑ ভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার, নি¤œগামী অর্থনীতিকে সচল করতে প্রচেষ্টা ও চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিকূল পদক্ষেপ বন্ধ করার আহ্বান। শি আরো বলেন, এই ভাইরাস কোনো সীমানা জানে না। ভাইরাসটি আমাদের সবার শত্রু। এটিকে নিয়ন্ত্রণ করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। উল্লেখ্য, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ অনেক আগে থেকেই হয়ে আসছে। এই উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষর হয়েছে। তবে চীনে প্রথম পাওয়া যাওয়া কোভিড-১৯ ভাইরাস নিয়ে দেশ দু’টির মাঝে উত্তেজনা ফের বৃদ্ধি পায়।


আরো সংবাদ



premium cement