১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

-

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেসনসকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেফ সেসনসকে সরিয়ে দেয়ার পর ম্যাথিউ হুইটকারকে অ্যাটর্নি জেনারেলের অস্থায়ী দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল জেফ সেসনসকে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি আর তার মঙ্গল কামনা করছি। হোয়াইট হাউজকে পাশ কাটিয়ে রুশ সংযোগ তদন্ত থেকে পার পেতে নিজের শীর্ষ আইন কর্মকর্তাদের বারবার সমালোচনা করেছেন ট্রাম্প। সেসনসের চিফ অব স্টাফ হুইটকার রুশ তদন্তের সমালোচক। নিজের সিদ্ধান্তে সরতে না চাওয়ার কথা পদত্যাগপত্রে গোপন রাখেননি সেসনস। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের চিফ অব স্টাফ জন কেলি বুধবার সেসনসকে পদত্যাগ করতে বলেন। এরপরেই ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে সংবাদ সম্মেলন করেন।
হোয়াইট হাউজে সিএনএনের সাংবাদিক নিষিদ্ধ
এএফপি জানায়, হোয়াইট হাউজ বুধবার সিএনএনের আরো এক সাংবাদিকের প্রেস পাস সাময়িকভাবে বাতিল করেছে। এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের সাথে ওই সাংবাদিকের তর্কবিতর্কের পর তার পাস বাতিল করা হয়। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের ‘জনগণের শত্রু’ হিসেবে অভিহিত করেন।
বুধবার হোয়াইট হাউজে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকেরা প্রেসিডেন্ট ট্রাম্পকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। সেখানে উপস্থিত ছিলেন হোয়াইট হাউজে সিএনএনের প্রধান সংবাদদাতা জিম একোসটা। তিনিও প্রেসিডেন্টকে প্রশ্ন করছিলেন। কিন্তু একপর্যায়ে তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়ার চেষ্টা করা হলে তিনি বাধা দেন এবং আবারো প্রশ্ন করার চেষ্টা করেন। তার এমন আচরণকে অভদ্র এবং ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর আগেও সিএনএনের সাংবাদিককে হোয়াইট হাউজে প্রবেশ করতে দেয়া হয়নি। ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ট্রাম্পের সাবেক আইনজীবী সম্পর্কে কিছু প্রশ্ন করায় কেইটলান কলিন্স নামে সিএনএনের এক সাংবাদিকের হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা আনা হয়।


আরো সংবাদ



premium cement
প্লে-অফের ১টি জায়গার জন্য লড়াইয়ে ৩ দল, ধোনি, কোহলি, রাহুলদের কে পাবেন টিকিট? ফরিদগঞ্জে ২৪ ঘণ্টায় ২ জনের আত্মহত্যা মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ৫২ হাজার কোটি টাকা খরচ হচ্ছে কেন? মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রাফা অভিযান : ইসরাইলকে সতর্কবার্তা ১৩ পররাষ্ট্রমন্ত্রীর ‘অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া চুয়াডাঙ্গার তাপমাত্র আবা‌রো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই নির্বাচনের পরেও সে কথাই বলেছে যুক্তরাষ্ট্র : ড. মঈন খান ভালুকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫ সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, মেসির অবস্থান কোথায়? ৩৬ বছর শিক্ষকতার পর রাজকীয় বিদায়

সকল