০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


জামালপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

জামালপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪ - ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৪ ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (৩ ফেব্রুয়ারি) রাতে ও সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হওয়ার এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাদিয়া (১১), ঈসমাইল (৫৫), জমিলা (৬০), রবিউল (৩৮), রিয়াদ (১৬), মাসুমা বেগম (৫০), পল্লবী (৫), রিতা (৩৬), কালু (৪৫), আবুল কালাম (৭০), আবু হানিফ (৭০), আনিস (১৮), কামরুল হাসান (১৯) ও আবুল হোসেন (৭০)।

আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার খাগুরিয়া গ্রামের, ধানাটা, শিমলা বাজার, তারিয়াপাড়া, ভূরার বাড়ী, কুঠিরহাট, বলারদিয়ার ও ফুলদহ পাড়াসহ বিভিন্ন স্থানে হঠাৎ করেই পাগলা কুকুর মানুষদের কামড়াতে শুরু করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কুকুরের কামড়ে আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিনামূল্যে ভ‍্যাকসিন দেয়া হয়।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রবিউল ইসলাম বলেন, এ পর্যন্ত হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী কুকুরে কামড়ানো আহত ১৪ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিনামূল্যে ভ‍্যাকসিন দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement