২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঈশ্বরগঞ্জে জাল ভিসা ও বিমান টিকেটসহ প্রতারক আটক

ঈশ্বরগঞ্জে জাল ভিসা ও বিমান টিকেটসহ প্রতারক আটক - ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে জাল ভিসা ও বিমান টিকেটসহ শাহজাহান মিয়া (৩২) নামে প্রতারককে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া নিয়োগপত্র, জাল বিমান টিকেট ও জাল ভিসা উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বেশ কয়েক বছর ধরে একটা মানবপাচারকারী চক্র ময়মনসিংহ অঞ্চলে জাল ভিসা ও জাল বিমান টিকেট বিক্রি করে সাধারণ মানুষের সথে প্রতারণা করে আসছিল। রোববার রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই চক্রের এক সদস্য শাহজাহানকে আটক করে র‌্যাব-১৪। আটক শাহজাহান ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের আ: জলিলের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শাহজাহান মিয়ার বিরুদ্ধে জাল নিয়োগপত্র, জাল ভিসা ও বিমান টিকেট দিয়ে গ্রামের সাধারণ মানুষদের বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ঈশ্বরগঞ্জের রহমতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করে র‌্যাব।


আরো সংবাদ



premium cement