২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ময়মনসিংহে গাড়ী ছিনতাইকারী চক্রের সাত সদস্য গ্রেফতার

ময়মনসিংহে গাড়ী ছিনতাইকারী চক্রের সাত সদস্য গ্রেফতার - নয়া দিগন্ত

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা সদর ও গাজীপুর জেলার শ্রীপুর মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি ও গাড়ী ছিনতাইকারি চক্রের এক নারীসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার সকালে অভিযানকালে ছিনতাইকৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো

র‌্যাব-১৪ এর সহকারি পুলিশ সুপার তফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাবের একটি দল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা সদর ও গাজীপুর জেলার শ্রীপুর মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি ও গাড়ী ছিনতাইকারি চক্রের ওই সাত সদস্য মুক্তাগাছা উপজেলার লক্ষীখোলা দরগারপাড় এলাকার মো. আসলাম (২৬), বরুকানামা পাড়ার সেলিম মিয়া (৪০) ও আমেনা খাতুন (২৮), নিরাম বাড়ি গ্রামের রুবেল (২২), গাজীপুর জেলার শ্রীপুরের হুমায়ুন কবীর ((৩২), আব্দুল লতিফ (২৯), মো. জুলহাসকে (৩৮) গ্রেফতার করে।

এরা ঢাকা, গাজীপুর, টাংগাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোনাসহ আশপাশের বিভিন্ন জেলায় নানা কৌশল অবলম্বন করে সিএনজি, মটরসাইকেল ও প্রাইভেটকার ভাড়া নিয়ে চালককে রাস্তায় নেশাজাতীয় ঔষুধ সেবন বা ব্যবহার করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে অথবা গাড়ী ফেরত দেয়ার আশ্বাসে মোটা অংকের টাকা দাবি করতো। 


আরো সংবাদ



premium cement