২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


সাংবাদিক নদী হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

-

পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিউল আলম, কোষাধ্যক্ষ নজীব আশরাফ, যুগ্ম-সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, জনকল্যাণ সম্পাদক এম এ মোতালেব, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাসুদ রানা (ডেইলী ট্র্যাইব্যুনাল), ইউসুফ আকন্দ মজিবুর (আজকের খবর), হাসনাতুল ইসলাম মিল্লাত (আলোকিত ময়মনসিংহ), আব্দুল কাইয়ুম (ভোরের অপেক্ষা), রাসেল হোসেন (ময়মনসিংহ প্রতিদিন ডটকম), বদরুল আমিন (আলোকিত সকাল), আব্দুল হালিম (ময়মনসিংহ সমাচার), অজয় সরকার (দেশকাল), হামিমুর রহমান (আনন্দটিভি) প্রমুখ।

এর আগে সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) ও আনন্দটিভি পরিবার আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএফইউজে’র নির্বাহী সদস্য রবীন্দ্র নাথ পাল, প্রবীণ সাংবাদিক জিয়াউদ্দিন আহমেদ, হোসাইন শাহিদ (যমুনা টিভি), ইলিয়াস আহমেদ (দেশ টিভি) প্রমুখ।
বক্তারা পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। মানববন্ধন কর্মসূচীতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে গুলিবর্ষণ বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পাচ্ছেন ৫ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের

সকল