০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ

-

রাজধানীতে বেপরোয়া বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ শহরের পাঁচটি পৃথকস্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় কমপক্ষে ২০টি যানবাহন ভাঙচুর করা হয়। বুধবার বেলা পৌণে ১২ টার দিকে শহরের টাউনহল মোড় এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
স্থানীয় রয়েল মিডিয়া কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে প্রায় পাঁচশ’ শিক্ষার্থী শহরের নতুনবাজার, গাঙ্গিনারপাড়, পাটগুদাম ব্রিজের মোড়, টাউন হল মোড় ও শহরবাইপাস মোড়ে অবস্থান নেয়। প্রথম দিকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও হঠাৎ করেই উচ্ছশৃক্সক্ষল হয়ে পড়ে। এক পর্যায়ে গাড়ি ভাঙচুর শুরু করে এবং সোনারবাংলা সার্ভিসের একটি বাস, দু’টি ট্রাক, দু’টি প্রাইভেটকার, কমপক্ষে সাতটি ব্যাটারিচালিত অটোরিকশা ও কয়েকটি দোকান ভাঙচুর করে। এ সময় পথচারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দোকান বন্ধ করে দেন। শহরের মার্কেটে কেনাকাটা করতে আসা লোকজনও আতঙ্কিত হয়ে পড়েন।
দুই নম্বর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) ফারুক আহমেদ জানান, টাউনহল এলাকায় একটি ট্রাক, সাতটি অটোরিকশা ও দু’টি প্রাইভেটকার ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, শিক্ষার্থীরা প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলেও পরবর্তীতে তারা কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পুলিশ অবস্থান নেয়ায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে পারেনি। শান্তিপূর্ণভাবেই সড়ক থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেয়া হয়।
এদিকে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে বিকেল সাড়ে তিনটা থেকে শহরের পাটগুদাম বাসস্ট্যান্ডে বাস ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক-শ্রমিকরা। সকাল থেকে শহরের মাসকান্দা আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে এনা পরিবহন ও সৌখিন পরিবহনের কোনো বাস রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল