২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সরিষাবাড়ীতে ভিজিএফ কার্ড না দেয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

হাসপাতালে চিকিৎসাধীন আলম মেম্বার -

সরিষাবাড়ীতে আলমগীর হোসেন আলম নামে এক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

গতকাল মঙ্গলবার বিকেলে ডোয়াইল ইউনিয়নের খালেকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন ওরফে আলম মেম্বারের নিকট ঈদের দুই দিন আগে সরকারদলীয় সমর্থনপুষ্ট সংঘবদ্ধ সন্ত্রাসীরা ৯টি ভিজিএফ কার্ড দাবি করে। আলম মেম্বার তাদেরকে ভিজিএফ কার্ড দিতে অস্বীকৃতি জানায়। এতে তারা ক্ষেপে যায়।

মঙ্গলবার বিকেলে মেম্বার খালেকের মোড়স্থ পোল্ট্রি খাদ্যের দোকানে বসে ছিলেন। এ সময় আলম মেম্বারকে ওই সন্ত্রাসীরা তার দোকান থেকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তাকে ফেলে রেখে গেলে আশপাশের লোকজন মেম্বারকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসে এবং কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়।

এ ব্যাপারে আবাসিক মেডিক্যাল অফিসার মমতাজ উদ্দিন জানান, তার ডান পায়ের একটি রগ কেটে গেছে। তাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রতন জানান, ঈদের আগে ভিজিএফের কার্ড নিয়ে ওদের সাথে আলম মেম্বারের ঝামেলা হয়েছে। এ থেকেই এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement
জামিন নামঞ্জুর, কারাগার যুবদল সভাপতি সালাউদ্দিন টুকু তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মুরাদনগরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী লক্ষ্মীপুরে বিজয়ী ও পরাজিত উভয় চেয়ারম্যান প্রার্থী আটক

সকল