৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


লৌহ কপাট বিতর্ক : ক্ষমা চাইলেন নির্মাতারা, এখনো চুপ এ আর রহমান

লৌহ কপাট বিতর্ক : ক্ষমা চাইলেন নির্মাতারা, এখনো চুপ এ আর রহমান - ছবি : সংগৃহীত

রাজা কৃষ্ণ মেনন পরিচালিত সিনেমে ‘পিপ্পা’ শুক্রবার মুক্তি পেয়েছে। এই সিনেমায় কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটির সুর বিকৃতি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এক যোগে শুরু হয়েছে প্রতিবাদ। সিনেমার সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিগত কয়েক দিনে বাংলার সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু রোববার পর্যন্ত সিনেমার নির্মাতা বা এ আর রহমান কারো থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোমবার বিকেলে এই বিতর্ককে মাথায় রেখে বিবৃতি দিলেন ‘পিপ্পা’ সিনেমার অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রয় কপূর (রয় কপূর ফিল্মস)। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করে তারা।

ফেসবুকে তারা লেখেন, ‘এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।’

নির্মাতারা লিখেন, ‘নজরুল ইসলাম এবং তার সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে।’

একই সাথে নজরুল ছোট বউমা, পরলোকগত কল্যাণী কাজী এবং তার ছেলে কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেয়া হয়েছিল তাও ওই বিবৃতি জানানো হয়।

এর আগে নজরুল পরিবারের তরফে অনির্বাণ জানান, গানের কথা ব্যবহার করা হলেও সুর বদলানো যাবে না এই মর্মেই তারা নির্মাতাদের স্বত্ব দিয়েছিলেন।

কিন্তু বিবৃতিতে রায় কপূর ফিল্মস জানিয়েছেন, ‘গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।’

সব শেষে ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারো আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

নির্মাতাদের তরফে ক্ষমা চাওয়া হলেও এখন পর্যন্ত এই বিতর্কে কোনো প্রতিক্রিয়া দেননি এ আর রহমান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
শ্রমিকের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে : আ.ন.ম শামসুল ইসলাম ইসলামপুর পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত, প্যানল মেয়রকে দায়িত্ব অর্পণ বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত স্থগিত শ্রমিক অধিকার লঙ্ঘনের জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে : আইনমন্ত্রী রাজশাহীতে ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি ‘বন্ডের মাধ্যমে উন্নয়ন কাজ করলে জনগণের ওপর কর চাপ কমবে’ বকশীগঞ্জে ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৩ বকেয়ার কারণে বাংলাদেশে বিমান ভাড়া বাড়িয়েই চলছে বিদেশী এয়ারলাইন্স মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব কামাল হত্যা : ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার ১২ চুক্তি হোক বা না হোক, রাফায় অভিযান চলবে : নেতানিয়াহু

সকল