৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বড়াইগ্রামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

-

বড়াইগ্রামে ১২৪ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী কচুগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে এবং আগের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিন শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) নাটোর জেলা সভাপতি ডা: এস এম জাকির হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা রাজিবুল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান ফারুক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: হাসানুজ্জামান, সাবেক ইউপি সদস্য ওলিউল্লাহ ডাবলু, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান মন্টু বক্তৃতা করেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা শুধুমাত্র নেংটাদহ ও ভবানীপুর স্কুলের নাম পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু অন্য স্কুলগুলোর নাম কিভাবে পরিবর্তন হলো তা আমার জানা নেই।
তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী জানান, কোনো প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি যদি পূর্বনাম বহাল রাখতে চায়, তাহলে তারা মন্ত্রণালয়ে লিখিত আবেদন করতে পারে।

 


আরো সংবাদ



premium cement