১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


রোকেয়া পদক পাচ্ছেন খালেদা একরাম, হালিদা হানুমসহ ৫ জন

-

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, পল্লী উন্নয়ন এবং নারী জাগরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছরের বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচজন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি খালেদা একরামকে নারী শিক্ষায় ভূমিকার জন্য এবং নেত্রকোনা জেলার কামরুন্নেছা আশরাফ দিনাকে নারীর আর্থসামাজিক উন্নয়নে অবদানের জন্য মরনোত্তর এই পুরস্কার দেয়া হচ্ছে। এ ছাড়া নারী অধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য রংপুর জেলার ডা: হালিদা হানুম আখতার, নারী জাগরণে উদ্বুদ্ধকরণে লক্ষ্মীপুর জেলার নিশাত মজুমদার এবং পল্লী উন্নয়নে ঠাকুরগাঁও জেলার রনিতা বালা এবারের রোকেয়া পদক পাচ্ছেন। বিডিনিউজ।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন। তিনি জানান, আগামীকাল শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম সোনার একটি পদক, পদকের রেপ্লিকা এবং চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র পাবেন পদকজয়ীরা।

 

 


আরো সংবাদ



premium cement