০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


অবৈধ সম্পদ অর্জন

গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুদকের মামলা

-

প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলাটি দায়ের করেন। গত ৯ জানুয়ারি এ বিষয় মামলার অনুমোদন দেয় দুদক।
দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফসাদেক জানান, এ ছাড়াও মনিরের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২৩টি প্লটের সন্ধান মিলেছে, যে বিষয়ে আরো বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে মামলার এজাহারে বলা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালে গোল্ডেন মনিরের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। অনুসন্ধানের স্বার্থে ওই বছরের ২৬ নভেম্বর গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের নামে-বেনামে থাকা সম্পদের হিসাব দাখিলের নোটিশ দেয় দুদক। এরপর মনির ২০২১ সালের ২ মার্চ সম্পদ বিবরণী দাখিল করেন। আর তার স্ত্রী রওশন আক্তার ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি সম্পদ বিবরণী দাখিল করেন।
গত ৪ জানুয়ারি বাড্ডার ডিআইটি প্রকল্পের প্লটসহ বিভিন্ন জমি আত্মসাতের চেষ্টা ও নথি গায়েবের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ছয় কর্মকর্তা-কর্মচারী ও গোল্ডেন মনিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলার বাকি আসামিরা হলেনÑ রাজউকের উপপরিচালক মো: দিদারুল আলম, অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো: নাসির উদ্দিন শরীফ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: আনোয়ার হোসেন, ঊর্ধ্বতন হিসাব সহকারী এস এম তৌহিদুল ইসলাম, কার্য তদারককারী কর্মকর্তা মো: আলাউদ্দিন সরকার ও রাজউক অফিস সহায়ক মো: পারভেজ চৌধুরী, জমির দালাল সিরাজগঞ্জের মোহাম্মদ আলী জিন্নাহ ও নারায়ণগঞ্জের মো: নাসির উদ্দিন খান।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে লজ্জার রেকর্ডের দিকে ঠেলে দিচ্ছে টাইগাররা জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন : ফারুক আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড নয়টি বাড়ি পুড়ে ছাই গৌরনদীতে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ রক্তাক্ত জখম ৫ টাঙ্গাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে সোনালি সূর্য শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি

সকল