১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলকদ ১৪৪৫
`


দাবি আদায়ে আবারো শিক্ষার্থীদের বিভিন্ন সড়ক অবরোধ

-

নিরাপদ সড়ক ও শিক্ষার্থীদের হাফ ভাড়াসহ ৯ দফা দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টার পরে ধানমন্ডি, শাহবাগ, সায়েন্সল্যাব ও যাত্রাবাড়ীসহ কয়েকটি এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ২৭ নম্বরের মোড়ে অবস্থান নেয় আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা। তারা দাবি আদায়ের সেøাগান দিয়ে বিভিন্ন সিগন্যালে থাকা প্রাইভেট কার, বাস এবং মোটরসাইকেল চালকের লাইসেন্সও পরীক্ষা করে।
এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমে ধানমন্ডি বয়েজের শিক্ষার্থীরা ২৭ নম্বর সড়কের মুখে মিরপুর সড়কে বসে পড়ে। এরপর তাদের সাথে যোগ দেয় আইডিয়াল কমার্স কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজ, দুয়ারীপাড়া মহাবিদ্যালয়, মুন্সী আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ এবং রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement