১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


জাগপার নিবন্ধন বাতিল কেন অবৈধ নয়, মর্মে হাইকোর্টের রুল

-

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নিবন্ধন বাতিল কেন অবৈধ হবে না, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার জাগপা সভাপতি ও আইনজীবী ব্যারিস্টার তাসমিয়া প্রধানের রিটের শুনানিতে এ রুল জারি করেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ।
তাৎক্ষণিক মন্তব্যে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, জাগপা ১৯৮০ সালের ৬ এপ্রিল মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে গঠিত হয়েছে। বিগত ৪১ বছর ধরে জাগপা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে। জাগপা নিবন্ধন পাওয়ার পর থেকে সর্বদা নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করেছে। নির্বাচন কমিশন কর্তৃক জাগপার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত আমাদের ব্যথিত ও মর্মাহত করেছে। মহামান্য আদালত, জাগপার নিবন্ধন বাতিল কেন অবৈধ হবে না এবং কেন জাগপাকে নিবন্ধন ফিরিয়ে দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। উল্লেখ্য, জাগপা ২০০৮ সালের নভেম্বরে নিবন্ধন লাভ করে যা বাংলাদেশ নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের জানুয়ারি মাসে বাতিল করা হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement

সকল