১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


স্থায়ী কমিটির বৈঠক

করোনার প্রভাব মোকাবেলায় বিশেষজ্ঞ সমন্বয়ে টাস্ক ফোর্স চায় বিএনপি

-

বিশেষজ্ঞ সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করে মানুষের জীবিকা ও অর্থনীতিকে সচল রাখার পরিকল্পনা ও রোডম্যাপ প্রস্তুত করে ব্যাপক প্রণোদনা প্রদানের আহ্বান জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা থেকে এ আহ্বান জানানো হয়।
গত শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। গতকাল এক বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত জানানো হয়। সভা মনে করে, ১৪ এপ্রিল থেকে যে লকডাউনের প্রস্তাব করা হয়েছে তাতে দিন আনে দিন খায় মানুষ, নি¤œ আয়ের মানুষ ও সব পেশার শ্রমিকদের ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে।
সভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরির ঢাকা সফর নিয়ে আলোচনা হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ৪০টি দেশের নেতৃবৃন্দর শীর্ষ বৈঠককে সময়োচিত বলে মনে করেন নেতারা।
সভায় সম্প্রতি নারায়ণগঞ্জের নিকট শীতলক্ষ্যা নদীতে বাগেরহাট-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্যের মালিকানাধীন জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ায় প্রায় ৩৫ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং রূহের মাগফেরাত কামনা করা হয়। এই ঘটনার দায়ী জাহাজের মালিক অথবা চালক কারো বিরুদ্ধেই মামলা না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভায়।


আরো সংবাদ



premium cement

সকল