০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


কক্সবাজার সদর হাসপাতালে আগুন

দম বন্ধ হয়ে রোহিঙ্গা রোগীর মৃত্যু : আহত ৩০

-

কক্সবাজার সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অক্সিজেন ও ধোঁয়ার কুণ্ডুলিতে দম বন্ধ হয়ে এক রোহিঙ্গা নারী রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের বিভিন্ন ফ্লোর থেকে হুড়াহুড়ি করে নামতে গিয়ে প্রায় ৩০ জন আহত হয়েছেন । আগুন নেভানোর সময় ভাঙা কাচে ফায়ার সার্ভিসের ৪ জন সদস্যও আহত হন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যার এই হাসপাতালের জরুরি বিভাগের পিছনে স্টোররুমে আগুন লাগে। এ ঘটনায় বেশ কিছু মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
কক্সবাজার সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান জানান, হাসপাতালে পাঁচ শতাধিক রোগী ছিল। আগুন লাগার ঘটনায় প্রায় সব রোগীই হাসপাতাল ছেড়ে চলে যান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কিছুসংখ্যক রোগী ফিরে আসেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ।
অগ্নিকাণ্ডের সময় ব্যাপকভাবে অক্সিজেন নির্গত হলে রোগীরা চরম ভোগান্তির মুখে পড়েন । অনেকের দম বন্ধ হয়ে আসে । এ সময় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। অনেকেই চিকিৎসাধীন অবস্থাতেই ভয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দু’টি পানিবাহী গাড়িসহ দু’টি ইউনিট এবং রামু থেকে আরো একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে। তিনি জানান, হাসপাতালটিতে পানির উৎস না থাকায় আগুন নেভাতে সমস্যা হয়। এরপর দূরের একটি পুকুর থেকে প্রথমে পানি আনা হয়, পরে নিজেদের পানিবাহী গাড়ির সাহায্যে আগুন নেভাতে সক্ষম হয়েছেন তারা। তিনি জানান, তাদের পানিবাহী গাড়িগুলো ১১ হাজার ও ৬ হাজার লিটার পানি ধারণ করতে পারে, ফলে আর কোনো সমস্যা হয়নি।
আগুনের বিষয়ে তিনি বলেন, কক্সবাজার সদর হাসপাতালের নিচতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এর কারণ এখনো জানা যায়নি। আগুন নেভানো সম্ভব হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। পরবর্তীতে প্রতিবেদন আকারে এর তথ্য প্রকাশ করা হবে।

 


আরো সংবাদ



premium cement
গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬

সকল