০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


যশোর বোর্ডে কমেছে পাসের হার

-

এ বছর যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কম। এ বোর্ড থেকে জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। তবে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দাবি, গত বছরের তুলনায় পাসের হার কিছুটা কমলেও ফলাফল সন্তোষজনক।
যশোর শিক্ষা বোর্ডের দেয়া তথ্য মতে, এ বছর খুলনা বিভাগের দশ জেলার দুই হাজার ৫২১টি বিদ্যালয় থেকে এক লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৮০ হাজার ৩০৯ ও ছাত্রী ৮০ হাজার ৩২৬ জন। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ হাজার ৪৬ জন, মানবিক বিভাগ থেকে ৯৬ হাজার ৭৮৮ জন, বাণিজ্য বিভাগ থেকে ২৬ হাজার ৮০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এ দিকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধবচন্দ্র রুদ্র জানান, গত বছরের তুলনায় পাসের হার ৩ শতাংশ কমেছে পরীক্ষার্থী কম হওয়ার কারণে। সার্বিক ফলাফল সন্তোষজনক।

 


আরো সংবাদ



premium cement