০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


সিংগাপুরে ড. মোশাররফ ফাউন্ডেশনের সংবর্ধনা ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের নতুন কূটকৌশল ইভিএম : ড. মারুফ

সিঙ্গাপুরে ড. মোশাররফ ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছেন ড. খন্দকার মারুফ : নয়া দিগন্ত -

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, বর্তমান সরকারের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়। নির্বাচনে জেতার জন্য তারা প্রতিটি নির্বাচনে নানা কূটকৌশল ও ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। তাদের অবস্থান এখন নড়বড়ে। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের নতুন কূটকৌশল ইভিএম। জনগণের মতামতকে উপেক্ষা করে তারা জোর করে ইভিএম পদ্ধতি ব্যবহার করছে। এই পদ্ধতি দেশের জনগণের কাছে অগ্রহণযোগ্য ও নিন্দিত।
ড. মারুফ গতকাল রোববার সিংগাপুরে ড. মোশাররফ ফাউন্ডেশন সিংগাপুর শাখার চার বছর পূর্তি উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এই সব কথা বলেন।
তিনি বলেন, ইভিএম পদ্ধতি এখন অচল। পৃথিবীর অনেক দেশে এই পদ্ধতিকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে। প্রচুর ত্রুটিপূর্ণ ও নানা প্রশ্নবিদ্ধ ইভিএম। বিএনপি ও অন্য বিরোধী দল ইভিএম পদ্ধতি ব্যবহার বন্ধ করে ব্যালটে ভোটগ্রহণের আবেদন করেছে। কিন্তু গৃহপালিত নির্বাচন কমিশন ইভিএময়েই অটল রয়েছে।
ড.মারুফ বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত এবং দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য দুর্বার গণআন্দোলনের বিকল্প নেই। তিনি দেশ ও জনগণের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
আয়োজক সংগঠনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিংগাপুর বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন সরকার, ফাউন্ডেশনের উদ্যোক্তা সদস্য ও দাউদকান্দি বিএনপির সহ-সভাপতি এম এ লতিফ ভূইয়া, আজীবন সদস্য ও দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নুর মো: সেলিম সরকার ও কুমিল্লা উত্তর যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, সিংগাপুর যুব দলের সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম এ নাজিম, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন ও কামরুল হাসান লালন প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল