১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


সিটি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণে ঐক্য পরিষদের অভিনন্দন

আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার
-

আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিনে নির্ধারিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর জাতীয় সমন্বয় কমিটি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছে।
পরিষদের সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত গতকাল রাতে এক প্রেস বিবৃতিতে বলেছেন, ‘সরস্বতী পূজার দিন নির্বাচন হবে না’ সেøাগানে ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জগন্নাথ হল ছাত্র সংসদসহ সব ছাত্র সংসদ, ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্রসমাজ যে আন্দোলন করেছেন তা বঙ্গবন্ধুর স্বপ্নের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তবায়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
বিবৃতিতে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি, শিক্ষক সমিতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চার মেয়রপ্রার্থীসহ এ যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া তারিখ পুনর্নির্ধারনের দাবিতে দেশব্যাপী ইতোমধ্যে ঘোষিত আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।


আরো সংবাদ



premium cement

সকল