০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


রাস্তা নিয়ে বিরোধে আপন ভাইকে হত্যাচেষ্টার অভিযোগ

-

বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় আপন ভাইকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম স্থানীয় থানা পুলিশে অভিযোগ করে এখন উল্টো নিরাপত্তাহীনতায় রয়েছেন। গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী নিজে।
তিনি অভিযোগ করেন, তার ছোট ভাইয়ের সাথে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে গত ৩ অক্টোবরে থানায় একটি জিডি করেন তিনি। পরে ৬ অক্টোবর থানার একজন এসআই তদন্তে যান। তিনি ওই বাড়ি থেকে চলে গেলে ছোট ভাই মান্নান তার লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি পাশের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে পালিয়ে তিনি ঢাকায় এসে আত্মগোপন করেন। এখন মান্নানের দুই ছেলে বিদেশ থেকেও হত্যা-গুমসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে।
তিনি বলেন, এ নিয়ে স্থানীয় মুরব্বিদের মাধ্যমে বিষয়টি সমাধান হওয়ার কথা থাকলেও তা হয়নি। নিজের জায়গা রক্ষায় সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সিরাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে তার ছেলে সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
কাজে আসছি পেটের দায়ে থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান, প্রশংসা ট্রাম্পের আজ আধাবেলা বাস চলাচল বন্ধ থাকবে মিয়ানমার : যুদ্ধ আর জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদান এড়াতে শরণার্থীদের সীমান্ত পাড়ি যেভাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল মালদ্বীপ ভারত থেকে চীনমুখী হওয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, ব্যাপক গ্রেফতার নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ

সকল