২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


ঢাবির হলে গাঁজাসহ বহিরাগত আটক, ছাত্রের রুম সিলগালা

-

গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল থেকে গাঁজাসহ একজনকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তার কাছ থেকে কয়েক প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। সোমবার রাতে ঢাবির মাস্টারদা’ সূর্য সেন হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদক সম্পৃক্ততার অভিযোগে হলের এক শিক্ষার্থীকে বের করে দিয়ে তার কক্ষ সিলগালা করে দিয়েছে হল প্রশাসন।
আটককৃত মাদক বিক্রেতার নাম মো: পারভেজ। তার গ্রামের বাড়ি চাঁদপুর। অন্য দিকে মাদকগ্রহণকারী ঢাবি শিক্ষার্থী হলেন লাহুত মোক্তাদি। তিনি ২০১২-১৩ শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ছাত্র।
হল সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৩টায় হলের ভেতর বহিরাগত এক ব্যক্তিকে ঢুকতে দেখলে সন্দেহবশত শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে গাঁজার কয়েকটি প্যাকেট পাওয়া যায়। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের মারধরের একপর্যায়ে সে হলে গাঁজা সরবরাহের কথা স্বীকার করে। সে হলের ৪২৩ নম্বর রুমে প্রায়ই গাঁজা সরবরাহ করে।
এ ঘটনা জানাজানি হলে হলের আবাসিক শিক্ষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাময়িক অব্যাহতিপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুর রহমান বাহলুল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এম এ মোতালেবের উপস্থিতিতে ওই রুমে টহল দেয়া হলে রুম থেকে গ্জাঁ খাওয়ার বিভিন্ন উপকরণসহ লাহুত মোক্তাদি নামে এক ছাত্রকে পাওয়া যায়। পরে শিক্ষাথীরা প্রক্টরিয়াল টিমকে ফোন দিলে টিমের সদস্যরা এসে ওই মাদকবিক্রেতাকে আটক করে গাঁজাসহ শাহবাগ থানায় সোপর্দ করে। তবে ওই শিক্ষার্থীকে পুলিশে না দিলেও তার রুমে সিলগালা করে তাকে রুম থেকে বের করে দেয়া হয়েছে।
এ বিষয়ে হলের হাউজ টিউটর মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, পর্যাপ্ত উপকরণ না পাওয়ায় এবং ওই ছাত্রের ভবিষ্যতের কথা চিন্তা করেই তাকে ছেড়ে দিয়েছি তবে ওই ছাত্রকে রুম থেকে বের করে দিয়ে তার রুমে সিলগালা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ম্যান সিটির রেকর্ড ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক অবিলম্বে ১০ম ওয়েজবোর্ডে গঠনের দাবি বিএফইউজের হযরত পালনপুরী রহ:, জীবন ও কর্ম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে ইসরাইলের হাত! দ্বিতীয়বারের মত প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করলেন হালান্ড সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা আহত, স্ত্রী নিহত বাংলাদেশে মেয়েদের ক্রীড়ায় সাফল্যের আড়ালে ভিন্ন চিত্র এইচপির দল ঘোষণা, নতুন মুখের আধিপত্য খেলাধুলা ও সাংস্কৃতিতে যারা দক্ষ তারা বিশেষ মেধাসম্পন্ন : জবি ভিসি

সকল