০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ডেঙ্গু জ্বরে সহকারী সচিবের শিশুকন্যার মৃত্যু

-

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সিনিয়র সহকারী সচিব মো: কাজী ফয়সালের মেয়ে লাবণ্য আলীনা কাজী (৪) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল ভোররাতে ঢাকার স্কয়ার হসপিটালে সে মারা যায়।
২৭তম বিসিএস ব্যাচের ক্যাডার মো: কাজী ফয়সাল ২০১৭ সালের ৪ মে থেকে ২০১৮ সালের ৪ মার্চ পর্যন্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ১২ বছর ও ৬ বছরের দু’টি ছেলে সন্তানের পর মো: কাজী ফয়সালের একমাত্র মেয়ে ছিল এই শিশু লাবণ্য আলীনা কাজী। তার মৃত্যুতে ফরিদপুরের প্রশাসনে কর্মরতদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোকতাদিরুল হাসান জানান, কয়েকদিন যাবত লাবণ্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল। বাদ জোহর গোপালগঞ্জ সদরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকসানা রহমান লাবণ্য আলীনা কাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


আরো সংবাদ



premium cement