১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


উত্তরায় বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন

উত্তরায় গতকাল চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন করেন ডিএনসিসি ও ডিএসসিসির মেয়র : নয়া দিগন্ত -

রাজধানীর উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথ উদ্যোগে বিআরটিসির মোট ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দুটি রুটে এ সেবা প্রদান করবে। একটি রুট হচ্ছে উত্তরা পাসপোর্ট অফিস থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত সোনারগাঁও জনপদে চক্রাকারে চলবে। অপরটি এয়ারপোর্ট থেকে সেক্টর ১২ পর্যন্ত চক্রাকারে চলবে।
এ উপলক্ষে গতকাল উত্তরার রবীন্দ্র সরণিতে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রতিবেশী ও আরো অনেক দেশ থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। তবে গণপরিবহন এবং যানজট আমাদের শহরের একটি প্রধান সমস্যা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দুই মেয়র কাজ করে যাচ্ছি এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে নগরবাসীকে সচেতন হতে হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বাস সার্ভিস উত্তরাবাসীর জন্য আনন্দের সংবাদ। সুস্থ, সচল, গতিময় ও আধুনিক ঢাকার জন্য সুস্থ গণ-পরিবহনের বিকল্প নেই। এই বাসগুলো সড়কে নির্বিঘেœ চলতে হলে পথচারীদের ফুটপাথে চলতে হবে। তার আগে আমাদের ফুটপাথগুলো দখলমুক্ত করতে হবে। তিনি আরো বলেন, সড়কে শৃঙ্খলা আনতে উত্তরার সাতটি এভিনিউ থেকে পর্যায়ক্রমে লেগুনা উঠিয়ে দেয়া হবে। সব শ্রেণী-পেশার মানুষ একত্রে কাজ করলে ও সচেতন থাকলে ঢাকার সব সমস্যার সমাধান করা সম্ভব বলে তিনি জানান।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হাই, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ উদ্দিন ভূঁইয়া, ঢাকা পরিবহন সমন্বিত কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ডিএমপি অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
অন্যায়ভাবে আমাদের উচ্ছেদের চেষ্টা চলছে : মান্ডা-জিরানী খালপাড়বাসী র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকছে : যুক্তরাষ্ট্র কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা চলছে : হামিদুর রহমান আযাদ ইউক্রেনের শতাধিক ড্রোন প্রতিরোধের দাবি রাশিয়ার বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর জীবননগরে পাখিভ্যানের ধাক্কায় বাইসাইকেলচালক নিহত আড়াইহাজারে তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত মোরেলগঞ্জে আগুনে পুড়ে ১২ দোকান ভস্মীভূত টেক্সাসে প্রবল বর্ষণে ৪ জনের মৃত্যু

সকল