১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


ধানের ন্যায্যমূল্যের দাবিতে শাবি শিক্ষার্থীদের মানববন্ধন

-

ধানের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয়া শিক্ষার্থীরা এ সময় ‘কৃষক মরে অনাহারে, সরকার কী করে!’, ‘কার্ড সিস্টেম বন্ধ হোক, ধান বিক্রির সমান সুযোগ হোক’, ‘কৃষি নির্ভর অর্থনীতি, কৃষকের কেন দুর্গতি’, ‘ধান যদি পর্যাপ্ত, ভারত থেকে আমদানি কেন?’ প্রভৃতি স্লোগান সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন।
মানববন্ধন পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কৃষি প্রধান দেশে যদি কৃষি হুমকির সম্মুখীন হয় তাহলে দেশকে বাঁচানো যাবে না। চলতি বছরে দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাল আমদানি করায় চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী অলক কান্তি বিশ্বাস, রণদা প্রসাদ তালুকদার, তৌহিদুজ্জামান জুয়েল, মীর সাব্বির আহমেদ চৌধুরী, আসিফ মিসবাহ, আবরার সালেকিন রাইহান, সাদিয়া আফরিন প্রমুখ।
এ সময় কৃষকদের ধানের মূল্য যত দিন পর্যন্ত বৃদ্ধি করা না হবে তত দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

 


আরো সংবাদ



premium cement