০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


পল্লবীতে লাজ ফার্মার যাত্রা শুরু

-

রাজধানীর পল্লবীতে মডেল ফার্মেসি হিসেবে লাজ ফার্মার নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাহবুবুর রহমান সম্প্রতি এটির উদ্বোধন করেন। বাংলাদেশ ফার্মেসি মডেল ইনিশিয়েটিভের পাইলট প্রকল্পের আওতায় পল্লবীর লাজ ফার্মাকে মডেল ফার্মেসি হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: মোস্তাফিজুর রহমান, লাজ ফার্মা ফ্র্যান্সাইজের উদ্যোক্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ, লাজ ফার্মার ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান, মেডিসিন প্লাসের ব্যবস্থাপনা পরিচালক নওশীন শাকিলা বনি বক্তব্য রাখেন।
লাজ ফার্মা ও মেডিসিন প্লাসের যৌথ পরিচালনায় পল্লবীতে স্থাপিত এই ফার্মেসিতে ওষুধের গুণগত মান রক্ষা করে ন্যায্য মূল্যে গ্রাহক সেবার প্রতিশ্রুতি প্রদান করেন এর উদ্যোক্তারা। অনুষ্ঠানে ওষুধ প্রশাসনের মহাপরিচালক বলেন, আমাদের টার্গেট আছে প্রতি শহরে একটি করে মডেল ফার্মেসি করার। প্রতি ছয় হাজার মানুষের জন্য যেমন একটি কমিউনিটি ক্লিনিক আছে, ঠিক তেমনি ছয় হাজার মানুষের জন্য একটি মডেল ফার্মেসি করার একটি পরিকল্পনা আছে।
লাজ ফার্মেসির উদ্যোক্তা ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সেবা গ্রহীতাদের ওষুধ সেবনের ব্রিফিংয়ের জন্য ফার্মাসিস্ট ও যোগ্য সেলসম্যান রাখতে হবে। প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রি করা মোটেই উচিত নয়। লাজ ফার্মা সব সময় মানুষের সেবা প্রদানকারী ফার্মেসি হিসেবে জনগণের পাশে থাকবে।
লাজ ফার্মেসি দেশের সর্ববৃহৎ মানসম্পন্ন খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান। জরুরি ওষুধ সরবরাহের সুবিধার্থে ফার্মেসিটি ২৪ ঘণ্টা খোলা রাখার পরিকল্পনা রয়েছে।

 


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল